শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলিঙ্গন-চুমুতে উন্নতি হবে স্বাস্থ্যের

আলিঙ্গন-চুমুতে উন্নতি হবে স্বাস্থ্যের

শরীরী স্পর্শে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় বলে উঠে এসেছে এক গবেষণায়। ফিনল্যান্ডের গবেষকদের দাবি, করমর্দন, আলিঙ্গন, চুম্বন ভালো রাখবে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য। সেই সাথে বাড়াবে শেখার ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা।

তারা জানিয়েছেন, স্পর্শ মস্তিষ্কের সামনের অংশকে সক্রিয় করে তোলে। মস্তিষ্কের সামনের অংশ অর্থাৎ অর্বিটোফ্রন্টাল কর্টেক্স শিক্ষা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সামাজিক ব্যবহারের মতো আচরণকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বন্ধু বা ভালবাসার মানুষের স্পর্শ অর্থ বহন করে। অর্থাৎ মনের ভাব প্রকাশের ক্ষেত্রে ভাষার ভূমিকা পালন করতে পারে সামান্য একটু ছোঁয়া।

গবেষক দলটি বলছে, স্পর্শ মানে শুধুই যৌনতা নয়। যে কারণেই স্পর্শ করা হোক না কেন তা মানুষের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, রক্ত চলাচল বাড়ায়। হৃৎপিণ্ডকে সতেজ রাখে। যার রেজাল্ট, চির যৌবন লাভ।

বিজ্ঞানীরা দাবি করেছেন, প্রেম হোক বা অন্য সম্পর্ক মনের আবেগ, অনুভূতি বোঝানো বা সম্পর্কের বুনিয়াদ মজবুত করতে স্পর্শের জুড়ি নেই। অন্যদিকে শরীরও সুস্থ থাকে। যদিও অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে প্রথমেই স্পর্শের পক্ষে মত দিচ্ছেন না গবেষকরা

দৈনিক বগুড়া