শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদকে সামনে রেখে বগুড়ার জলেশ্বরীতলায় পুলিশের চেকপোস্ট

ঈদকে সামনে রেখে বগুড়ার জলেশ্বরীতলায় পুলিশের চেকপোস্ট

বগুড়ায় ঈদকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শহরের জলেশ্বরীতলা এলাকায় কালিমন্দির ও জেলখানার মোড়ে ওই চেকপোস্ট বসানো হয়। 

এসময় নিয়ম না মেনে দ্রুত মটর সাইকেল চালানো ও আশপাশের এলাকায় অবাঞ্চিত ভাবে আড্ডা দেওয়া যুবকদের সতর্ক করা হয়।

রাত ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত চলা অভিযানে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ নেতৃত্বে দেন৷ ওই সময় বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাও উপস্থিত ছিলেন। 

পুলিশ সূত্র জানায়, ঈদকে সামনে রেখে  আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমাদের চেকপোস্ট বসানো হয়েছে। এজন্য শহরের গুরুত্বপূর্ণ ৮ টি পয়েন্টে প্রিকেট টিম ও ৪ টি পেট্রোল টিমের মাধ্যমে কাজ করা হচ্ছে। এছাড়াও ৮ টি পুলিশ ফাঁড়িকে চেকপোস্ট বসিয়ে নিজ নিজ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও দূর্ঘটনা এড়াতে আমাদের এই উদ্যোগ। 

ঈদের পর পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে।

দৈনিক বগুড়া