শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা থেকে মুক্ত হয়েছেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান আলমগীর খান

করোনা থেকে মুক্ত হয়েছেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান আলমগীর খান

দীর্ঘদিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে থাকার পর করোনা থেকে মুক্ত হয়েছেন বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন খান।

এই মহামারীতে এলাকার জনগনের অত্যান্ত কাছাকাছি গিয়ে সার্বিক খোঁজ-খবর নেয়া ও ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি (আলমগীর) করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি প্রথমে জ্বর কাশিতে ভুগলে গত ১৩জুন/২০ বগুড়া টিএমএসএস হাসপাতালে গিয়ে নমুনা দেন।

পরের দিন ১৪জুন রির্পোটে করোনা পজেটিভ আসলে তিনি (আলমগীর চেয়ারম্যান) পুরোপুরিভাবে হোম কোয়ারেন্টাইনে থাকেন। গত ২৮জুন পুনরায় নমুনা দিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করলে গতকাল সোমবার তাঁর করোনা নেগেটিভ আসে।

ফলে এখন গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন খান করোনা মুক্ত হয়ে সর্ম্পূণ সুস্থ হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।

এতে করে তিনি (আলমগীর) মহান আল্লাহ তায়ালার কাছে শুকুরিয়া আদায় করেছেন। একই সাথে অনেকে তাঁর খোঁজ-খবর এবং দোয়া করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দৈনিক বগুড়া