শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবা শরিফ ও মদিনায় আল-সাবাহ’র গায়েবানা জানাজা

কাবা শরিফ ও মদিনায় আল-সাবাহ’র গায়েবানা জানাজা

সৌদি আরবের বন্ধুপ্রতিম ও সীমান্তবর্তী দেশ কুয়েত। দেশটির আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন। কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে কুয়েতের আমীরের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

হারামাইন ডটইনফোর তথ্য মতে, কুয়েতের আমীর সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ জন্য সৌদি আরব পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে গায়েবানা জানাজা পড়তে রাজকীয় ফরমান জারি করেন।

দেশটির রাজকীয় ফরমান অনুযায়ী পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে ৩০ সেপ্টেম্বর (বুধাবার) ইশার নামাজের পর এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

কাবা শরিফে গায়েবানা জানাজার ইমামতি করেন-
দুই পবিত্র মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক ও খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি।

মদিনার মসজিদে নববিতে গায়েবানা জানাজার ইমামতি করেন-
মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. সালাহ আল বুদাইর।

উল্লেখ্য বিশ্বের নন্দিত ইসলামিক স্কলারসহ অনেক মুসলিম রাষ্ট্রপ্রধানদের মৃত্যু হলে তাদের জন্য পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়ে থাকে।

দৈনিক বগুড়া