শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাহালু থানা গেটে “ডিসিনফেকশন চেম্বার”এর উদ্বোধন

কাহালু থানা গেটে “ডিসিনফেকশন চেম্বার”এর উদ্বোধন

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ১২ জুুলাই রোববার বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে কাহালু থানা গেটে “ডিসিনফেকশন চেম্বার”এর উদ্বোধন করা হয়।

উক্ত “ডিসিনফেকশন চেম্বার”এর উদ্বোধন করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, সেকেন্ড অফিসার শাহিন কাদির, এস আই আশিকুর রহমান (আশিক), শামীম হোসেন, খয়ের উদ্দিন, মানিক মিয়া, হাফিজুর রহমান।

খোকন চন্দ্র ভৌমিক, গুলবাহার, দুলাল হোসেন, এ এস আই ওবায়দুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিলন হোসেন, মাসুদ রানা, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম।

মমতাজ আলী, আরজ আলী, শ্রী প্রদীপ সহ কাহালু থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ। (উল্লেখ্য যে, উদ্বোধন এর পর থেকে কাহালু থানায় আগত সকল সেবাপ্রার্থী ও থানার সকল পুলিশ সদস্য “ডিসিনফেকশন চেম্বার”এর ভিতর দিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে থানায় প্রবেশ করবেন)।

দৈনিক বগুড়া