শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাহালু পাইকড় ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ

কাহালু পাইকড় ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাইকড় ইউপির চেয়ারম্যান মিটু চৌধুরী। প্রধান অতিথি নন্দীগ্রাম (সার্কেল) সহকারী পুলিশ সুপার এ.এইচ.এম এরশাদ তার বক্তব্যে সচেতনতামূলক বক্তব্য ও পুলিশের প্রতি নির্ভয়ে আস্থার আশ্বাস প্রদান করেন।

নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক বিরোধী সচেতনতামূলক ৫নং বিট পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কাহালু থানা ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিট ইনচার্জ এসআই রেজাউল করিম, এসআই ইলিয়াসসহ কাহালু থানার বিভিন্ন কর্মকর্তা।

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব তাজুল ইসলাম, ইউপি সদস্য জাকিয়া সুলতানা, মিষ্টি, আঞ্জুয়ারা বেগম, শেফালী বেগম, হাফিজার রহমান বোস্তা, আলী নুর, আহসান পাপ্পু, আজমল হোসেন, সৈয়দ আলী, খোরশেদ আলম, মোসলেম উদ্দীন, সারোয়ার কাজী।

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, কালাই ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রত্যাশী রুবেল হোসাইন, আব্দুল হান্নান, সামসুল হক, বজলার রহমানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডবাসী।

দৈনিক বগুড়া