শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাহালুতে নাট্যচার্য ড. সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিত

কাহালুতে নাট্যচার্য ড. সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিত

বাংলাদেশ গ্রাম থিয়েটারের কর্মসূচী হিসেবে নাট্যচার্য ড. সেলিম আল দীনের ৭১ তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে কাহালু থিয়েটার।

কর্মসূচীর মধ্য ছিলো নাট্যচার্য প্রয়াত ড. সেলিম আল দীনের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, সেলিম আল দীনের গান দিয়ে বন্দনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ড. সেলিম আল দীনের গন্থিক গণ কহে নাটকের অংশ বিশেষ প্রদর্শন ও সেলিম আল দীনের সৃষ্টিকর্মের উপর আলোচনা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশিদ রাজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, গাবতলী তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকি,

বগুড়া ইয়থ কয়্যায়ের সভাপতি আতিকুর রহমান মিঠু, গ্রাম থিয়েটার পুন্ড অঞ্চলের সমন্বয়কারী শাহাজাদ আলী বাদশা, কাহালু থিয়েটারের প্রতিনিধি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ,

আদমদিঘী থিয়েটারের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আইনাল হক, সারিয়াকান্দি যমুনা থিয়েটারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,

পাঁচপীর প্রভাতী থিয়েটারের প্রতিনিধি আঃ বাসেদ তনু, নাগর থিয়েটারের ইনছান আলীসহ গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন।

দৈনিক বগুড়া