শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুরআন তেলাওয়াতে মুখরিত বগুড়ার হিফজ মাদরাসা

কুরআন তেলাওয়াতে মুখরিত বগুড়ার হিফজ মাদরাসা

করোনা কালীন সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর হাফিজিয়া মাদরাসাতে নিরাপদ দুরত্ব বজায় রেখে শুরু হয়েছে পাঠ দান। কুরআন তেলাওয়াতে মুখরিত হয়ে উঠেছে বগুড়ার ৫ শতাধিক মাদরাসা।

রবিবার বাদ মাগরিব ঠনঠনিয়া মনির উদ্দিন সাদিক হাফিজিয়া ও দ্বীনিয়া মাদরাসার হিফজ প্রদান ও দোয়া অনুষ্ঠানে ক্লাশ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আল্লামা সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারী।

হেদায়েতি বক্তব্যে তিনি বলেন কুরআন হাদিস থেকে দুরে থাকায় আমরা গুনাতে নিমজ্বিত হয়েছি। গজব করোনা থেকে বাঁচতে সবাইকে কুরআন হাদিসের আলোকে জীবন গড়তে হবে। করোনা কে নয় করোনার মালিক কে ভয় করে তাকে অনুসরন করলে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি মিলবে।তিনি কুরআন চচাঁর প্রতিষ্ঠান গুলো খুলে দেয়ওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুর রহীম,পরিচালক আব্দুল আজিজ,আব্দুল করিম,মাদরাসার মুহতামিম হাফেজ রফিকুল ইসলাম,শিক্ষক হাফেজ বায়েজিত হোসেন প্রমুখ। শেষে করোনা থেকে বিশ্ব মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মুনাজাত করেন। 

দৈনিক বগুড়া