শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করলেন রবিন

গাবতলী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করলেন রবিন

বগুড়ার গাবতলী হাসপাতালে মরনাপন্য রোগীদের জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডারের সদস্যা ছিলো দীর্ঘদিনের। বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও মোছাঃ রওনক জাহান উদ্যোগ নেয় তা সমাধানের।

এরই অংশ হিসিবে মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে ৫লাখ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোছাঃ রওনক জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জুয়েল তরফদার, প্রধান সহকারী আবু হেলাল, স্টোর কিপার রবিউল হাসান, সিএইচসিপি তৌফিকুর রহমান রনি। এছাড়াও একইদিনে উপজেলা চত্বরে এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরণ, যুবলীগ নেতা জাফরু পাইকার প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া