শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন বিতরণের উদ্ধোধন

গাবতলীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন বিতরণের উদ্ধোধন

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অনুদান বগুড়ার গাবতলীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ৭০বান্ডিল ঢেউ টিন ও ২লাখ ১০হাজার টাকার চেক প্রদানের উদ্ধোধন করেছেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান।

উপজেলার ৪টি ইউনিয়নের ৭০জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পরিবার প্রতি ১বান্ডিল ঢেউ টিন ও ৩হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে সোনারায় ইউনিয়নে ৩০জন পরিবার, কাগইল ইউনিয়নে ২০জন, দক্ষিণপাড়া ইউনিয়নে ১২জন ও নেপালতলী ইউনিয়নে ৮জন পরিবারকে এই সহয়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুন্জুরুল হক মন্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা পুষ্টিবিদ মফিজুল ইসলাম, সোনারায় ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহশাজান আলী, যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান পান্না প্রমূখ।

দৈনিক বগুড়া