শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলীতে নারী মার্কেট সেড স্থাপনের জন্য আসিয়াবর মতবিনিময় সভা

গাবতলীতে নারী মার্কেট সেড স্থাপনের জন্য আসিয়াবর মতবিনিময় সভা

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আসিয়াব এনজিও আয়োজিত নারী বান্ধব স্থানীয় বাজারে মার্কেট সেড অথবা নারী উদ্যোক্তা কর্ণার ও কমিউনিটি পর্যায়ে কালেকশন পয়েন্ট স্থাপন এবং বাজার পরিচালনা কমিটিতে নারী প্রতিনিধিদের অর্ন্তভূক্তি জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন।

অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা।

আসিয়াব এনজিও’র প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ফাইমা বেগম, নাজমুল নাহার তুষার, বাজার কমিটি ও উদ্যোক্তাদের মধ্যে মাহমুদা বেগম, নাইচ আকতার, হাবিবুর রহমান, তহমিনা বেগম, লাভলী আক্তার, শিরিন আক্তার, শিল্পী বেগম, আব্দুল গণি মিঠু, জহুরুল ইসলামসহ আসিয়াব এনজিও’র কর্মকর্তাবৃন্দ।

দৈনিক বগুড়া