শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলীর মহিষাবান ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রবিন খাঁন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রবিন খাঁন

করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন হওয়ায় মঙ্গলবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নে স্থানীয় হাইস্কুল মাঠে ব্যক্তিগত উদ্যোগ অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য জাহেদুল ইসলাম স্বপন, মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান টোনা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী।

এছাড়াও মহিষাবান ইউনিয়নের পেরী এসএসবি ইটভাটার সত্ত্বাধিকারী আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান সাহান এর উদ্যোগে ভাটা শ্রমিক ও ভাটার পাশর্^বর্তী পেরী-ধর্মগাছা গ্রামের ২’শ ৫০জন অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন।

এ সময় উপস্থিত ছিলেন এসএসবি ইটভাটার সত্ত্বাধিকারী আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান সাহান, তার মেয়ে সিলভী খান, জামাই আরিফুল ইসলাম, ভাটার ম্যানেজার আমজাদ হোসেন, হিসাব রক্ষক বেলাল উদ্দিন প্রমুখ। তাছাড়াও ১’শ ৭০জন গরীবের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া