শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন উপলক্ষ কেন্দ্র করে প্রাণবন্ত ছিল শেরপুর উপজেলা অফিসার্স ক্লাব

তিন উপলক্ষ কেন্দ্র করে প্রাণবন্ত ছিল শেরপুর উপজেলা অফিসার্স ক্লাব

(১লা জুলাই) তিন উপলক্ষ্যকে কেন্দ্র করে প্রাণবন্ত ছিল বগুড়া জেলার শেরপুর উপজেলা অফিসার্স ক্লাব। উপলক্ষ্য তিনটি হলো - (শেরপুর ধুনট) সার্কেলের পুলিশ সুপার গাজিউর রহমানের করোনা জয় উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা প্রদান। 

করোনা জয়ী (শেরপুর ধুনট) সার্কেলের পুলিশ সুপার গাজিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন (ডানে) উপজেলা ইউএনও মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা, (বামে) উপজেলা ভেটেরিনারি সার্জন, ডাঃ মোঃ রায়হান, শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানার জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের শুভেচছা জ্ঞাপন। শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে শুভ বরণ। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটছেন (ডানে) উপজেলা ইউএনও মোঃ লিয়াকত আলী সেখ, (বামে) (শেরপুর ধুনট) সার্কেলের পুলিশ সুপার গাজিউর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন, ডাঃ মোঃ রায়হান ।

এ প্রসঙ্গে অফিসার্স ক্লাব শেরপুর, বগুড়ার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ বলেন, উক্ত তিনটি উপলক্ষ্যকে নিয়ে খুব স্বল্প সময় এবং সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়েছে। 

শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে বরণ করে নিচ্ছেন (ডানে) উপজেলা ইউএনও মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, (বামে) উপজেলা ভেটেরিনারি সার্জন, ডাঃ মোঃ রায়হান (শেরপুর ধুনট) সার্কেলের পুলিশ সুপার গাজিউর রহমান।

অফিসার্স ক্লাব শেরপুর, বগুড়ার সাধারণ সম্পাদক ডা.মো.রায়হান পিএএ, বলেন, অতি অল্প সময়ের আহবানে সম্মানিত কর্মকর্তাদের সানুগ্রহ উপস্থিতির জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  আমরা হয়ত এ উপজেলার সাংবাদিকবৃন্দ সুধীজন এবং অনেককেই আমন্ত্রণ জানাতে পারতাম। কিন্তু, এই চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা সীমিত পরিসরে আয়োজন সম্পন্ন করেছি। 

দৈনিক বগুড়া