শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তোফায়েল আহমেদের আসনে বিএনপি প্রার্থী বাদ...

তোফায়েল আহমেদের আসনে বিএনপি প্রার্থী বাদ...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এবারের নির্বাচনে তোফায়েল আহমেদের সঙ্গে লড়াইয়ের কথা ছিল তার। কিন্তু ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ফলে এ আসনে থাকলেন কেবল তোফায়েল আহমেদ।

রোববার বিকেলে ভোলা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোলা-১ ও ভোলা-৩ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এর আগে ভোলা-২ ও ভোলা-৪ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। ভোলা-২ ও ভোলা-৪ আসনে একজন করে মোট দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি ভোলা-১ অর্থাৎ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রসঙ্গত, ২৮ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। ভোলার ৪টি আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রোববার বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও বাকি ২১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দৈনিক বগুড়া