শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা

দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা

দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি, আইন শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা ১৯অক্টোবর সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর সচিব কার্তিক চন্দ্র দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২নং প্যানেল মেয়র মহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বসাক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং লক্ষ্মীতলা লক্ষ্মী নারায়ন রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসাক কালা, বিশিষ্ট ব্যবসায়ী মহাশ্মশান কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

টাউন বারোয়ারী মন্ডপ কমিটির সদস্য সোহাগ বসাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, আব্দুস সালাম আলম, এসএম কায়কোবাদ, আশরাফুজ্জামান সাগর, রেজানুর তালুকদার রাজিব, প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌর কাউন্সিলর আকরাম হোসেন, ইউনুছ আলী মহলদার মানিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিপা বেগম, জাহানারা বেগম, শিল্পী বেগম সহ দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকগন। এবার দুপচাঁচিয়া পৌর এলাকায় ১৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পরে পৌর এলাকার ১০টি মন্দিরের ১০জন সেবায়েতদের বাৎসরিক ২হাজার ৫’শ টাকা করে সম্মানীভাতা প্রদান করা হয়।

দৈনিক বগুড়া