শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় এক কলা গাছে ২০ মোচা!

দুপচাঁচিয়ায় এক কলা গাছে ২০ মোচা!

প্রকৃতির নিয়ম অনুযায়ী একটি কলাগাছে একটি মোচাই  (থোর) বের হয়। তবে প্রকৃতিই তার নিজের নিয়ম অনেক সময় ভেঙ্গে দেয়। সৃষ্টি করে চাঞ্চল্য। এমনি ঘটনা ঘটেছে দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর বাজারে। এক কলা গাছেই একসাথে অন্তত ২০টি মোচা বের হয়েছে। 

ওই এলাকায় গিয়ে দেখা যায়, গাছে প্রায় ২০ টি কলার মোচা দেখা যাচ্ছে। আর ঘটনা শুনে গাছটি এক নজর দেখতে প্রতিদিন আশেপাশের গ্রামগুলো থেকে লোকজন এসে ভিড় করছেন। 

কলার গাছের মালিক ওই এলাকার সাইকেল মেকানিক আব্দুল আলিম। তিনি বলেন, আমি এক বছর আগে কলার গাছ লাগিয়েছিলাম। কয়েকদিন আগে কলার গাছটিতে মোচা বের হওয়া শুরু করে। পরে খেয়াল করলে দেখা যায় প্রায় ২০টি কলার মোচা বের হয়েছে।

মোস্তফাপুর এলাকায় বাসিন্দা শিক্ষক শামীম উদ্দিন বলেন, এই ঘটনা আমি শুনে প্রথমে বিশ্বাস করিনি। নিজ চোখে দেখে আমি অবাক। প্রতিদিন এই ঘটনা দেখার জন্য দূরদূরান্ত গ্রাম থেকে এসে ভিড় করছেন উৎসুক জনতা। 

এ বিষয়ে জানতে চাইলে দুপচাঁচিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম বলেন, এক গাছে একাধিক কলার মোচা হওয়ার খবর শুনেছি। গাছটি সরেজমিনে গিয়ে দেখব।  এর আগে বিস্তারিত বলা সম্ভব হবে না।

দৈনিক বগুড়া