শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধুনটে কাউন্সিলর পদে রনি সাহা’র দলীয় মনোনয়নপত্র দাখিল

ধুনটে কাউন্সিলর পদে রনি সাহা’র দলীয় মনোনয়নপত্র দাখিল

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রনি কুমার সাহা। শনিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় ধুনট উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, আল আমিন তরফদার তার মনোনয়নপত্র গ্রহন করেন।

মনোনয়নপত্র দাখিলকালে ৫নং ওয়ার্ডের বাসিন্দা ধুনট কেন্দ্রীয় বারোয়ারী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিনয় সরকার, স্কুল শিক্ষক স্বপন কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদৎ হোসেন ডেভিড, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, উপজেলা যুবলীগের সদস্য আশুতোষ কুমার দাস, আনোয়ার হোসেন স্বাধীন।

পৌর যুবলীগের সদস্য উত্তম কুমার, ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির পূজা পরিচালনা কমিটির সভাপতি তপু সাহা, সাধারণ সম্পাদক লিখন সাহা, সাংগঠনিক সম্পাদক সাজু সাহা, বিশিষ্ট ব্যবসায়ী প্রতীশ চন্দ্র মোদক, ভক্ত কুমার সাহা, মহব্বত আলী, ওসমান স্বর্ণকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রনি কুমার সাহা ধুনট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের স্বর্গীয় বিজয় চন্দ্র সাহার ছেলে। সে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। বর্তমানে ধুনট বাজারের গীতাঞ্জলি জুয়েলার্সের স্বত্তাধিকারী। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন।

রনি কুমার সাহা বলেন, মানুষের সেবার লক্ষ্য নিয়ে ছাত্রলীগের মধ্যদিয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছি। বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছি। মানবসেবার ব্রুত নিয়ে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে সরকারের উন্নয়ন ও সেবা ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে পৌছে দেবো। মাদকমুক্ত করে ৫নং ওয়ার্ডকে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য বন্ধন তৈরী করে সাংস্কৃতিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করবো।

দৈনিক বগুড়া