শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ফল পেলে-দেখলে বিশ্বনবি যে দোয়া পড়তেন

নতুন ফল পেলে-দেখলে বিশ্বনবি যে দোয়া পড়তেন

ফল-ফলাদির মৌসুম এলেই সাহাবায়ে কেরাম মৌসুমের নতুন নতুন ফল প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে নিয়ে যেতেন। তিনি নতুন ফল পেলে বা দেখলেই দোয়া পড়তেন। হাদিসে বর্ণিত সেই দোয়াটি কী?

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন, তখন তারা তা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে পেশ করতেন। আর তিনি তা গ্রহণ করতেন এবং এই দোয়াটি পড়তেন-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا ،
উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি ছামারিনা; ওয়া বারিক লানা- ফি মাদিনাতিনা; ওয়া বারিক লানা ফি সায়িনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা।
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের ফলগুলোতে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের ‘সা’ এবং আমাদের ‘মুদ্দে’ (পরিমাণ ও পরিমাপে) বরকত দাও।’

বর্ণনাকারী (হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু) বলেন, এরপর তিনি যাকে সর্বকনিষ্ঠ দেখতেন; এরূপ ছোট কাউকে ডেকে ডেকে তাকে সে ফল দিয়ে দিতেন।’

সুতরাং মৌসুমের যে কোনো নতুন উৎপাদিত ফল দেখলে আবাদকারী কৃষক কিংবা ফল ক্রয়কারী ভোক্তা সবার উচিত, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়া পড়ে ফল-ফসলে বরকত পাওয়ার চেষ্টা করা।

পাশাপাশি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়ার পরের অংশে নিজ শহর মদিনার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করেছেন। যেভাবে হজরত ইবরাহিম আলাইহিস সালাম পবিত্র নগরী মক্কার জন্য দোয়া করেছিলেন। এভাবে এ দোয়ার শিক্ষায় মুমিন মুসলমানও নিজনিজ অঞ্চল, গ্রাম, শহর ও দেশের জন্য দোয়া করা জরুরি। দোয়াটি হলো-
اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ ، وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَتِىْ , بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্না ইবরাহিমা আবদুকা ওয়া খালিলুকা ওয়া নবিয়্যুকা; ওয়া ইন্নি আবদুকা ওয়া নবিয়্যুকা; ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা; ওয়া ইন্নি আদউকা লিলমাদিনাতি; বিমিছলি মা দাআকা বিহি লিমাক্কাতা ওয়া মিছলিহি মাআহু।’
অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয় ইবরাহিম আলাইহিস সালাম তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার পয়গাম্বর। আর আমিও তোমার বান্দা এবং তোমার পয়গাম্বর। তিনি (ইবরাহিম) তো তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন; আর আমিও তার মতো মদিনার জন্য তোমার কাছে দোয়া করছি এবং এর সঙ্গে আরও সমপরিমাণ দোয়া করছি।’ (মুসলিম, মুয়াত্তা মালিক, নাসাঈ, তারগিব ওয়াত তারহিব)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৌসুমী যে কোনো নতুন ফল দেখলে বা পেলে হাদিসের উল্লেখিত দোয়া পড়ে বরকতের দোয়া করার তাওফিক দান করুন। নিজ নিজ শহরের জন্য দোয়া করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

দৈনিক বগুড়া