শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে গাভী ও পোল্ট্রী খামারীদের মাঝে সনদ বিতরণ

নন্দীগ্রামে গাভী ও পোল্ট্রী খামারীদের মাঝে সনদ বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে গতকাল ১৮ই অক্টোবর দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর নন্দীগ্রাম এর উদ্দ্যোগে রেজিষ্ট্রেশন প্রাপ্ত গাভী ও পোল্ট্রী খামারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডলের সভাপতিত্বে উক্ত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পোল্ট্রী অনার্স এসেসিয়েশনের সভাপতি নুরুল আমীন লিডার, কাজী ফার্মের এজিএম দারুল ইসলাম প্রমুখ। এরপর নন্দীগ্রাম উপজেলার রেজিষ্ট্রেশন প্রাপ্ত ৬০জন গাভী ও পোল্ট্রী খামারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণ শেষে মোঃ বিটল প্রাং কে সভাপতি ও মোঃ কায়জার আলমকে সাধারণ সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা পোল্ট্রী অনার্স এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দৈনিক বগুড়া