শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে দুইজনের নমুনা পরীক্ষায় মেলেনি করোনাভাইরাস

নন্দীগ্রামে দুইজনের নমুনা পরীক্ষায় মেলেনি করোনাভাইরাস

বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সনাক্ত করতে দুইজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিভাগ। দুইজনের রিপোর্টই নেগেটিভ এসেছে। তাদের কোন ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তাররোধে দেশের প্রত্যেক উপজেলা থেকে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন সরকার। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা কাশি ও সর্দি জ্বর নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। এসময় তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে দুইজন ব্যক্তির রিপোর্ট এসেছে। তাদের কোন ব্যক্তির করোনা শনাক্ত হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. তোফাজ্জল হোসেন বলেন, উপজেলায় করোনাভাইরাস সনাক্ত করতে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে দুইজনের রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকী দুইজনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে জানা যাবে তারা আক্রান্ত কি না।

দৈনিক বগুড়া