শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌকায় ভোট দিলে ডায়াবেটিক হাসপাতাল, স্কুল, স্টেডিয়াম পাবেন

নৌকায় ভোট দিলে ডায়াবেটিক হাসপাতাল, স্কুল, স্টেডিয়াম পাবেন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার নব নির্বাচিত মেয়র মতিউর রহমান মতি বলেছেন, পৌর এলাকার উন্নয়ন পেতে হলে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিতে হবে। এই পৌরসভায় ৪২ বছর পর নৌকা মার্কা বিজয়ী হওয়ায় জননেত্রী শেখ হাসিনা এখানে ৭২ কোটি টাকা উন্নয়ন কাজে বরাদ্দ দিয়েছে।

যার বেশির ভাগই কাজই বাস্তবায়ন হয়েছে। বগুড়া সদরসহ জেলার কোনো পৌরসভাতেই এতো টাকা বরাদ্দ দেওয়া হয়নি। এই কাজটি করতে পেরেছেন আপনাদের জনপ্রতিনিধি তৌহিদুর রহমান মানিক ভাই। তিনি একজন সফল মেয়র। তাকে আবারও নৌকা মার্কা ভোট দিয়ে  নির্বাচিত করলে এবার আপনারা ডায়াবেটিক হাসপাতাল, স্কুল, বাসস্ট্যান্ড, মিনি স্টেডিয়াম, শিশু পার্ক পাবেন।  

রবিবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের আয়োজনে মীরের চক মহল্লায় তিন মাথা মোড়ে মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিকের নৌকা মার্কার সমর্থনে আয়োজিত এক নারী সমাবেশে  এসব কথা বলেন। 

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদুর সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক, তাঁর সহধর্মিনী ফাহমিদা রহমান মানিক নিম্মি, বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক জে এম রউফ প্রমুখ। 

নারী সমাবেশ শেষে সারিয়াকান্দির পৌর মেয়র মতিউর রহমান মতি পৌর এলাকার শব্দলদীঘি হাট, কানুপুর, বন্তেঘরি, দহিলা, হাটপাড়া, বগিলাগাড়ী এলাকায় নৌকা মার্কার ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি মেয়র প্রার্থী মানিকের জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। 

এসময় তার সফর সঙ্গী ছিলেন খায়রুল আলম, সারিয়াকান্দি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর মুজনু মিয়া, মামুনুর রশিদ, সারিয়াকান্দী বনিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সারিয়াকান্দি উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদুল  হাসান মুনু প্রমুখ। 

দৈনিক বগুড়া