শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বগুড়ার ১৫জন প্রাক্তন চরমপন্থী

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বগুড়ার ১৫জন প্রাক্তন চরমপন্থী

স্বাভাবিক জীবনে ফেরা বগুড়ার ১৫ চরমপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদান পেয়েছেন। স্বাভাবিক জীবনে ফিরে সম্মান নিয়ে নতুন জীবন শুরু করতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১২টায় পুলিশলাইন্স অডিটোরিয়ামে আত্মসমর্পণকারীদের হাতে অনুদানের টাকা তুলে দেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বগুড়া জেলায় আত্মসমর্পণকারী ১৫ জন চরমপন্থীর প্রত্যেককে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিল মাসে বগুড়া সদর, আদমদীঘি, দুপচাঁচিয়া ও গাবতলী উপজেলার চরমপস্থিরা পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এখন তারা স্বাভাবিক জীবন যাপন করছেন। অনেকেই ছেড়ে দেওয়া লেখাপড়া নতুন করে শুরু করেছেন। কেউ ছোটখাট ব্যাবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. জহির উদ্দিন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সদর থানা ওসি এসএম বদিউজ্জামান উপস্থিত প্রমুখ ছিলেন।

দৈনিক বগুড়া