শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বগুড়া সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে বগুড়া সেনানিবাসে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ , দেশ গঠনে রাজনৈতিক অবদান ও মহান মুক্তিযুদ্ধেও ভূমিকা এবং বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সকালে জাহাঙ্গীরাবাদ সেনা নিবাসে সেনা সদস্যদের র‌্যালী সেনা নির্বাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  সেনানিবাসে জাতির পিতার জীবনী ও মহান মুক্তিযুদ্ধেও উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।

এছাড়াও সেনানিবাসস্থসকল মসজিদ সমূহে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিওসি , ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল এ  কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া ও জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের সামরিক , বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য পদবীর সকল সেনাসদস্য ।

দৈনিক বগুড়া