শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়ার ধুনটে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজানে লকডাউনে বগুড়ার ধুনট উপজেলার অসহায় অস্বচ্ছল মানুষদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন জয়িতা ফোজিয়া হক বিথী। মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে ধুনট শহর বেলকুচি চান্দারপাড়া এলাকায় ৩৩টি পরিবারকে চাল ডাল তেল আলু পেঁয়াজ বুট চিনি রোজাদারদের হাতে তুলে দেন।

বিথী ধুনট উপজেলার বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের মেয়ে এবং সুপ্রীম কোর্টের আইনজীবি রাজ্জাকুল কবির বিদ্যুতের সহধর্মীনি।

বিথী জানান, বৈশাখী উৎসব ও বেতনের টাকায় ইফতার সামগ্রী কিনে গ্রামের অসহায় মানুষদের ঘরে পৌঁছে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছর করোনার সময়ে মাস্ক বিতরণ, লক ডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা, ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা করায় তিনি সাহসী নারী নেত্রী হিসেবে জয়িতা পদক অর্জন করেন। 

দৈনিক বগুড়া