শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে ধান চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান

বগুড়ার ধুনটে ধান চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান

বগুড়ার ধুনট উপজেলায় ধান চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। শনিবার সকাল থেকে তিনি ধুনট উপজেলার বিভিন্ন চাল কল, ধান-চালের গুদাম এবং হাট-বাজারে অভিযান পরিচালনা করেন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ধান-চাল মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরী করছে। দেশে ধান চালের সংকট না থাকলেও নানা অজুহাতে তারা মূল্য বৃদ্ধি করছে। এজন্য ধান ও চালের বাজার স্বাভাবিক রাখতে বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় মনিটরিং করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযানকালে কোন অনিয়ম দৃষ্টিগোচর হয়নি। তবে সরকারি নির্দেশনা অনুযায় ধান চাল কেনাবেচা করার জন্য এবং অবৈধ ভাবে ধান চাল মজুদ না করার জন্য ব্যবসায়ীদের আহবান জানানো হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান রাখা হবে।

দৈনিক বগুড়া