শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুন‌টে বঙ্গমাতার জন্ম‌বা‌র্ষিকী পা‌লিত

বগুড়ার ধুন‌টে বঙ্গমাতার জন্ম‌বা‌র্ষিকী পা‌লিত

বগুড়ার ধুনট উপ‌জেলায় জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সহধর্মী‌নি বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জি‌বের ৯০তম জন্ম বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। শ‌নিবার দুপুর ১২টায় ধুনট উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জি‌বের প্র‌তিকৃ‌তি‌তে পুস্পমাল্য অর্প‌ণের মধ্য‌দি‌য়ে জন্ম বা‌র্ষিকীর কর্মসূ‌চী শুরু হয়। 

প‌রে ধুনট সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় চত্ব‌রে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান। 

ধুনট উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহ‌ন্তের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় আ‌রো বক্তব্য দেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি টিআইএম নূরুন্নবী তা‌রিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপ‌তি রেজাউল ইসলাম, ই‌ঞ্জি‌নিয়ার মুহাম্মদ আ‌সিফ ইকবাল স‌নি, যুগ্ম সম্পাদক মহ‌সিন আলম, ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালা, জেলা প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান নাজনীন নাহার, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সস্পাদক হেদা‌য়েতুল ইসলাম গামা, সা‌বেক ছাত্র‌নেতা মাইদুল ইসলাম র‌নি ও উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া খন্দকার। 

আ‌লোচনা সভা শে‌ষে আত্মকর্মসংস্থান সৃ‌ষ্টির ল‌ক্ষ্যে উপ‌জেলা প্র‌কৌশল অ‌ধিদপ্ত‌রের তত্তাবধায়‌নে এ‌ডি‌বি'র অর্থায়‌নে ১৫জন দ‌রিদ্র নারী‌কে এবং ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের আওতায় প্র‌শিক্ষণপ্রাপ্ত ৬জন নারী‌কে সেলাই মে‌শিন প্রদান, উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ধিদপ্ত‌রের আওতায় ১৫০জ‌নের ম‌ধ্যে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া