শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার নন্দীগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম । 

২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩৬৮০ জন কৃষক বীজ ও সার দেয়া হচ্ছে। এ উপজেলার কৃষকদের মাঝে বোরো (হাইব্রিড), গম, সরিষা, মরিচ, মসুর, টমেটো, পেঁয়াজ, ভুট্টা ও সূর্যমুখী বীজ প্রদান করা হচ্ছে। 

দৈনিক বগুড়া