শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে উপজেলা রাজস্ব কমিটির ‘ভার্চুয়াল’ মিটিং

বগুড়ার শেরপুরে উপজেলা রাজস্ব কমিটির ‘ভার্চুয়াল’ মিটিং

ডিজিটাল অগ্রগতির ফলে বাংলাদেশ বিশ্বদরবারে ডিজিটাল বাংলাদেশ নামে পরিচিতি পেয়েছে।  যার ফলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দুঃসময়েও মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে।  ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যাতে মানুষকে দ্রুত সেবা দেওয়া যায় বরাবরই সেই দিকে গুরুত্ব দিয়েছে সরকার।  চলমান করোনার মত ভয়ঙ্কর পরিস্থিতিতেও জনগণকে তাৎক্ষণিক সেবা দিতে বিভিন্ন ডিজিটাল পদ্ধতির অনুসরণ করে যাচ্ছে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন। 
 
সেই ধারাবাহিকতায় (২৪জুন) সকাল ১১ টায় উপজেলা রাজস্ব কমিটির মিটিং জুম ক্লাউডের মাধ্যমে অনলাইন ভার্চুয়াল সভা সম্পন্ন করেছে শেরপুর উপজেলা প্রশাসন।  উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ জানান, পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের অন্যান্য কমিটির সভাও অনলাইনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
 
মিটিংয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা, সভার অন্যান্য সদস্যগণসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ নিজ নিজ অফিস থেকে উক্ত সভায় সংযুক্ত হন।  সভায় ভূমি ও রাজস্ব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।  সভায় জনবান্ধব সেবা প্রদানে জাতিসংঘ কর্তৃক পুরষ্কৃত হওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, মাননীয় ভূমি মন্ত্রী, সিনিয়র সচিবকে অভিনন্দন জানানো হয়।  সভায় সম্মানিত সভাপতি স্বাস্থ্যবিধি মেনে চলে জনগণকে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ঠদেরকে অনুরোধ করেন। পাশাপাশি ভূমিসেবা প্রদানে আরো বেশী আন্তরিক হবার আহবান জানান।  সভায় ভুমি উন্নয়ন কর আদায়, খাসজমি বন্দোবস্ত প্রদান, হাট-বাজার, খাসপুকুর, সরকারী সম্পত্তি রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়।
 
উল্লেখ্য, গত ১৭ জুন, ২০২০ তারিখে দেশে চলমান করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে সভা পরিচালনা করতে জুম অ্যাপ ডাউনলোড করার নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।  এ দিকে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জীবন, জীবিকা, অর্থনীতি, শিল্পবাণিজ্য বর্তমান করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি খুব সাহসের সাথে মোকাবেলা করতে হবে।  সড়ক, নদী এবং আকাশ পথসহ সমস্ত যোগাযোগ যখন বন্ধ হয়ে গেছে তখন ডিজিটাল যোগাযোগই হচ্ছে প্রকৃতপক্ষে সকল যোগাযোগের কেন্দ্রবিন্দু।  বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির ফলে দুঃসময়ে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে।  ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যাতে মানুষের সেবা দেওয়া যায় সেই দিকে গুরুত্ব দিতে হবে। 
 
শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা বলেন, উক্ত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে জনগণের দোড়গোড়ায় দ্রুত কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ভার্চুয়াল পদ্ধতির সাহায্য নিচ্ছে শেরপুর উপজেলা প্রশাসন। 

দৈনিক বগুড়া