শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে কোভিড-১৯ মোকাবিলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়ার শেরপুরে কোভিড-১৯ মোকাবিলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল কাদেরের সভাপতিত্বে ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের এমওডিসি (মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল), ভ্যাক্সিনেশন কমিটির ফোকাল পার্সন ডাক্তার মওদুদ আদনানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার পুঁটি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুন্সী সাইফুল বারী ডাবলু, শহর আ’লীগরে সভাপতি মকবুল হোসেন, শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মোকছেদা খাতুন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিনসহ ডাক্তার, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্ধ উপস্থিত ছিলেন।

টিকাদান কর্মসূচীর সবশেষ খবর জানতে চাইলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের এমওডিসি  (মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল), ভ্যাক্সিনেশন কমিটির ফোকাল পার্সন ডাক্তার মওদুদ আদনান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে (প্রথম ব্যক্তি হিসেবে) টিকা নিয়েছেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল কাদের, শেরপুর উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী (লিঙ্কন), ডাঃ অনুসূয়া রায়, ডাঃ মোকছেদা খাতুনসহ এ উপজেলার মোট ২০ জন আজ (৭ ফেব্রুয়ারী)  এ টিকা নিয়েছেন।

উল্লেখ্য,  প্রথম ধাপে এ উপজেলায় ১০ হাজার ৫৬৯ ডোজ ভ্যাকসিন এসেছে।  শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই স্টোরের ফ্রিজে এসব টিকা সংরক্ষণ করা হয়েছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ২টি বুথ থেকে টিকাদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে চাহিদানুযায়ী টিকাদান কেন্দ্র বাড়ানো হবে।

দৈনিক বগুড়া