শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বগুড়ার শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

উন্নত স্যানিটেশন নিশ্চিত করি,করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য (১৫ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শেরপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আমির হামজা, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল প্রমূখ।

উল্লেখ, ২০০৮ সালে সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং পার্টনারশিপে সর্বপ্রথম হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ দিনটি উদযাপনের সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর ১৫ অক্টোবর দিনটি উদযাপনের বিষয়টি অনুমোদিত হয়।

দৈনিক বগুড়া