শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। পাশাপাশি ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার (১৬জুন) জেলার শেরপুর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় আ.লীগের সভাপতি মজনু আরও বলেন, প্রতিনিয়ত আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এমনকি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই এদেশের মানুষ বেঁচে থাকে। তাই বৃক্ষরোপণে জোর দিতে হবে। শুধু নির্দিষ্ট সময়ে নয়, বারো মাসের মধ্যে সুযোগ পেলেই বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ব্যক্তিকে হতে হবে বৃক্ষপ্রেমী। কারণ শুধু গাছ লাগালেই হবে না। নিজের সন্তানের মতো পরিচর্যা করতে হবে। সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানির সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাফরান তালুকদার, শাহাদত ইসলাম জুয়েল, মোজাম্মেল হক সরকার প্রমূখ বক্তব্য রাখেন। পরে দলীয় নেতাকর্মীরা প্রথমদিনেই মহাসড়কের পাশে ফলজ ও বনজ দুই শতাধিক গাছের চারা রোপণ করেন।

দৈনিক বগুড়া