শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা তৈরীর নির্দেশ

বগুড়ায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা তৈরীর নির্দেশ

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বগুড়ার সকল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা আগামী ১২ মার্চের মধ্যে প্রস্তুত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্বান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।

সোমবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আ’লীগের যৌথ সভায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনসহ গুরুত্বপূর্ন সাংগঠনিক সিদ্বান্ত নেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, এমপি সাহাদারা মান্নান, ডা: মকবুল হোসেন, টি জামান নিকেতা, টি এম মুসা পেস্তা, আবুল কালাম আজাদ, অ্যাড. মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম মন্টু, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এড, তবিবর রহমান তবি, এড, সাইফুল ইসলাম, আব্দুল খালেক বাবলু, শাহরিয়ার আরিফ ওপেল, এড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, শেরিন আনোয়ার জর্জিস, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, খাদিজা খাতুন শেফালী, সুরাইয়া নিগার সুলতানা ডরোথী, আব্দুস সালাম, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, লাইজিন আরা লিনা প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনুসহ দলের নেতৃবৃন্দের নামে কটূক্তি ও অশালীন মন্তব্য করায় আব্দুল মান্নান আকন্দকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ প্রেরণ করার সিদ্বান্ত নেয়া হয়। ইতিপূর্বে বগুড়ায় অনুষ্ঠিত পৌর নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট উপজেলার লিখিত আবেদনের প্রেক্ষিতে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ কেন্দ্রীয় কমিটিতে প্রেরনের সিদ্ধান্ত নেয়া হয়।

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বগুড়ার সকল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ৩ জনের প্যানেল প্রস্তুত করে আগামী ১২ মার্চের মধ্যে জেলায় প্রেরন করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

দৈনিক বগুড়া