শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় এপিবিএন’র কর্মহীনদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ

বগুড়ায় এপিবিএন’র কর্মহীনদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ

বগুড়ায় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উদ্যেগে শতাধিক কর্মহীন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুর ২টায় ঈদ উপহার হিসেবে নতুন শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ অসহায়দের হাতে তুলে দেন ৪ এপিবিএন’র অধিনায়ক (পুলিশ সুপার) জয়নুল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন ৪ এপিবিএন'র সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আবু সাইম ও অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনসহ এপিবিএন’র অন্যান্য সদস্যবৃন্দ।

অধিনায়ক (পুলিশ সুপার) জয়নুল আবেদীন এ প্রতিবেদক-কে বলেন, দেশে করোনা দুর্যোগে অনেকেই কর্মহীন ও অসহায় জীবন যাপন করছে। তাই অসহায় ও কর্মহীন হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সেই সাথে এই করোনা দুর্যোগে বিত্তবানদের সবাইকে যার যার অবস্থান থেকে অসহায় ও কর্মহীন হতদরিদ্রদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

দৈনিক বগুড়া