শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কৃষি প্রণোদনার সার ও বীজ জব্দ করেছেন প্রশাসন

বগুড়ায় কৃষি প্রণোদনার  সার  ও বীজ  জব্দ করেছেন প্রশাসন

বগুড়ার নন্দীগাম উপজেলায় সোমবার রাতে কৃষি প্রণোদনার সার-বীজ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। এঘটনার মূল হোতা এসময় পালিয়ে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার জানান, খবর পেয়ে উপজেলার দল গাছা গ্রামের মেহেদী হাসানের বাড়িতে সোমবার রাত ১০টায় অভিযান চালিয়ে সরকারি কৃষি প্রণোদনার ১০ কেজি ওজনের ৫১ বস্তা বীজ, খোলা বীজ ৫ বস্তা, এমওপি ২২ বস্তা সার, বিওপি ৪৪ বস্তা সার উদ্ধার করা হয়।

তিনি জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মামলা হয়নি।

স্থানীয়রা জানায়, নন্দীগ্রাম উপজেলায় কৃষি প্রণোদনার ভর্তুকির সার ও বীজ কৃষকরা না পেয়ে বেশির ভাগ ভূমিহীন ও দালালদের তালিকায় বিতরণ হয়েছে। ওই সব সার ও বীজ দালাল চক্রের লোকজন কম মূল্যে কিনে নিচ্ছিল। 

দৈনিক বগুড়া