শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সেনানিবাসের ব্যবস্থাপনায় অসহায়-দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ায় সেনানিবাসের ব্যবস্থাপনায় অসহায়-দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে এবং পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশন বগুড়া ও এর আশপাশের এলাকায় দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম আল-হুদা দাখিল মাদ্রাসা মাঠে কর্মহীন ও ছিন্নমূল ২৫০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশন বগুড়া এরিয়ার ১১ আর্টিলারী ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন (এসইউপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু:স্থদের হাতে ত্রাণ তুলে দেন। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী ছিল। ত্রাণ বিতরণকালে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া সেনানিবাস সূত্র জানায়, করোনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১১ পদাতিক ডিভিশনের এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া