শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৩৬ মামলায় ৫৯ হাজার জরিমানা

বগুড়ায় ৩৬ মামলায় ৫৯ হাজার জরিমানা

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে বগুড়ায় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করায় বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে মামলা ও জরিমানা করা হয়।

বুধবার রাত ৯টার দিকে জেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিনব্যাপী অভিযান চালায় জেলা-উপজেলা প্রশাসন। অভিযানে ৩৬টি মামলায় ৫৮ হাজার ৯০০ টাকা টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার শহরের রাস্তাঘাটে কিছু রিকশা-ভ্যান, ও মোটরসাইকেল ছাড়া আর কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রয়েছে। শুধুমাত্র খোলা রয়েছে সবজি, ওষুধ ও খাবারের দোকান। প্রয়োজনীয় খাবার ও সামগ্রী কিনে ঘরে ফিরে যাচ্ছেন ক্রেতারা।

দৈনিক বগুড়া