শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৯৪ নমুনায় নতুন শনাক্ত ৮জন, সুস্থ ৩০ জন

বগুড়ায় ৯৪ নমুনায় নতুন শনাক্ত ৮জন, সুস্থ ৩০ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৪টি নমুনার ফলাফলে নতুন করে ৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৮দশমিক ৫১শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩০জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৮জনের মধ্যে সদরের ৬জন, শেরপুর ও সোনাতলায় একজন করে। 

শনিবার দুপুরে  সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। 

ডা. তুহিন জানান, ৩০অক্টোবর, জেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৬৫জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৫৩২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৪০জন।  

দৈনিক বগুড়া