শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ করলেন সাহাদারা মান্নান

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ করলেন সাহাদারা মান্নান

বগুড়ার সোনাতলায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের নব্বই তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ২০,৩২৫টি চারা গাছ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা।

তিনি আরো বলেন, সময়ের ফোঁড় শিরোনামে আমরা নারী দুর্বার – সেলাই বাড়াবে রোজগার এই প্রত্যাশায়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাকাওয়াত হোসেন সজল,

উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল, যুগ্ম সাধারণ স¤পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, তেকানীচুকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আকন্দ, মোছাঃ শাহিনুজ্জামান লিপি,

বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল কুমার সাহা, সাংগঠনিক স¤পাদক নবীন আনোয়ার কমরেড, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রূ¤পা, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন,

বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আবুলায়েস নাহিদসহ আরে াঅনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা মাসুদ আহম্মেদ।

দৈনিক বগুড়া