শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ জানুয়ারি) অধিবেশন শেষে রাষ্ট্রপতির জাতীয় সংসদ ভবন কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে কুশল বিনিময়ের পাশাপাশি মহামারি করোনাভাইরাসের মধ্যে সরকারের গৃহীত নানা উদ্যোগ ও কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

এছাড়া, দেশের সমগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নানা পদক্ষেপ রাষ্ট্রপতিকে জানান তিনি প্রধানমন্ত্রী। এ সময় চলমান করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিক বিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান স্পিকার। পাশাপাশি সংসদের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

প্রসঙ্গত, সোমবার বছরের প্রথম সংসদ অধিবেশনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দৈনিক বগুড়া