শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সোমবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্রোয়েশিয়ায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। শক্তিশালী এই কম্পনের কেন্দ্র ছিল রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ভূমিকম্পের সময় রাজধানীতেও প্রচণ্ড কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পটি থেকে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূতত্ত্ববিদ ক্রেসিমির কুক রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে বলেন, আমরা এখনো কোনো হতাহতের খবর পাইনি। তবে এ ধরনের ভূমিকম্প থেকে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বাভাবিক নয়।

ইএমএসসি জানিয়েছে, সোমবারের ওই ভূমিকম্পের পর ৪ দশমিক ৯ মাত্রার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে অবস্থিত পোকুপস্কো পৌরসভার প্রধান বোজিদার স্ক্রিনজারিক বলেন, ভূমিকম্প আঘাত হানার পর আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর থেকে দৌড়ে রাস্তায় নেমে আসে। ওই এলাকায় প্রায় তিন হাজার মানুষের বসবাস।

তিনি জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ভবন ধসে পড়ার খবর পাননি তারা। কিন্তু স্থানীয় লোকজন বলছে, তারা কিছু ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর দেখেছেন।

উল্লেখ্য, এর আগেও ক্রোয়েশিয়ায় বেশ কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চলতি বছরের মার্চে দেশটিতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় একজন নিহত এবং আরও ২৭ জন আহত হয়।

দৈনিক বগুড়া