শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো থাইল্যান্ড ও লাওস

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো থাইল্যান্ড ও লাওস

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও লাওস।  বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় ও লাওসে’র উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে। 

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিলো লাওসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেইনিয়াবলি প্রদেশ থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিলো যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও তা অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যায়নি। 

দৈনিক বগুড়া