শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে আকস্মিক ঝড়ে ভেঙ্গে পড়া গাছ নিলামে বিক্রয়

শিবগঞ্জে আকস্মিক ঝড়ে ভেঙ্গে পড়া গাছ নিলামে বিক্রয়

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উপর দিয়ে গত ২৬ মে আকস্মিক ঝড় বয়ে যায়। এর ফলে সারা উপজেলায় ব্যপক ক্ষতি হয় এবং সরকারি রাস্তার ২০টি গাছ ভেঙ্গে উপড়ে পরে।

এ গাছগুলি সরকারি বিধি মোতাবেক সোমবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয় জামানত রেখে প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয়। নিলামে ১৪জন ডাককারী অংশ নেয়। সরকারি ডাক ছিল ৯২ হাজার ৯শত ৬৪ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই ২০টি গাছের নিলামকৃত টাকা শিবগঞ্জ উপজেলার উন্নয়ন মূল কাজ করা হবে। তাই সর্বোচ্চ ডাককারীকে এই গাছগুলি উপজেলা ফান্ডে টাকা জমা দিয়ে কাটার নির্দেশ দেওয়া হবে। কোন সমঝতা করা যাবে না।

এর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় সর্বোচ্চ ডাক হয় ২ লক্ষ ১৫ হাজার টাকা। সর্বোচ্চ ডাককারী রিজ্জাকুল ইসলাম রাজু এ গাছগুলি নিলামের মাধ্যমে ডেকে নেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: