শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুর পৌরসভায় রাস্তা ও ড্রেনের উন্নয়ন করণ কাজের উদ্বোধন

শেরপুর পৌরসভায় রাস্তা ও ড্রেনের উন্নয়ন করণ কাজের উদ্বোধন

বগুড়ার শেরপুর পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরে এডিপির অর্থায়নে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের ১৮০ মিটার ব্যস্ততম রাস্তা ও ড্রেন উন্নয়নকরণ প্রকল্পের নির্মাণ কাজ শুরু। পৌরসভায় নব-নির্বাচিত মেয়র আলহাজ জানে আলম খোকা দায়িত্বভার হাতে নিয়েই এই প্রথম দরপত্রের মাধ্যমে কাজের শুভ উদ্বোধন করেন।

২ মার্চ মঙ্গলবার দুপুরে ঢাকা-বগুড়ার মহাসড়কের লিংক রোড শেরপুর পৌর শহরের স্যানালপাড়াস্থ হাটখোলা রোডের গোড়া স্টোর পর্যন্ত ১৮০ মিটার সড়কে বিটুমিন ও কার্পেটিং মাধ্যমে রাস্তা ও ড্রেন উন্নয়নকরণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী হুমায়ন কবীর, উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক কুমার সরকার, মিজানুর রহমান বাবু, আব্দুস সাত্তার শাওন, ঠিকাদারী প্রতিষ্ঠান আর এম কন্সট্রাকশনের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক, ঠিকাদার বিপুল চন্দ্র ঘোষ সহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য ওই ব্যস্ততম রাস্তায় যানবাহনসহ সাধারণ পথচারীরা ভোগান্তির শেষ ছিলনা। সেই ভোগান্তির অবসানে প্রথম কাজের উদ্বোধন করা হয়। তবে ধাপে ধাপে পৌরশহরের সবগুলো রাস্তা-ড্রেনের নির্মাণ ও সংস্কার গুরুত্ব সহকারে করা হবে।

দৈনিক বগুড়া