শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে পুলিশের ধাওয়ায় ফেলে দেয়া ব্যাগে মিলল ১৫ কেজি গাঁজা

শেরপুরে পুলিশের ধাওয়ায় ফেলে দেয়া ব্যাগে মিলল ১৫ কেজি গাঁজা

বগুড়ার শেরপুর উপজেলায় ১৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মামুরশাহী পশ্চিমপাড়া গ্রাম থেকে গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল বলেন, মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে সঙ্গীয় ফোর্সসহ দাঁয়িত্ব পালন করছিলেন তিনি। ওই সময়  নম্বরবিহীন একটি মোটরসাইকেলযোগে দুজন বগুড়া সদর থেকে শেরপুরের দিকে আসছিল। সন্দেহ হলে তাদের থামতে সিগন্যাল দেয়া হয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা পুলিশের সিগন্যাল দেখে উপজেলার হামছায়াপুর এলাকার দিকে পালিয়ে যায়। পালিয়ে তারা উপজেলার মামুরশাহী এলাকার দিকে যায়।

এসআই রবিউল বলেন, তাদের পিছনে ধাওয়া করলে একপর্যায়ে মামুরশাহী পশ্চিমপাড়া গ্রামে তারা মোটরসাইকেল ও একটি কালো রঙের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণের সহযোগিতা ব্যাগ খুলে তিন প্যাকেট গাঁজা পাওয়া যায়। তিন প্যাকেটে ১৫ কেজি গাঁজা ছিল।

জানতে চাইলে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক বগুড়া