শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৩১লাখ টাকার ধান কাটা মেশিন কৃষক পেলেন ১৭লাখ টাকায়

শেরপুরে ৩১লাখ টাকার ধান কাটা মেশিন কৃষক পেলেন ১৭লাখ টাকায়

বগুড়ার শেরপুরে ফসলি জমির ধান দ্রুত ঘরে তুলতে ৩১লাখ ৫০হাজার টাকার কম্বাইন হারভেস্টার (ধান কাটা) মেশিন ভর্তুকিতে কৃষক পেলেন সাড়ে ১৭লাখ টাকায়। বুধবার (২১এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে চারজন কৃষকের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। এসময় উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোছা. রাজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছামিদুল ইসলাম, আব্দুল হান্নান, কর্মকর্তা মাসুদ আলম, বেসরকারি কোম্পানি এসিআইয়ের কর্মকর্তা প্রকৌশলী আলী জাকের প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোছা. রাজিয়া সুলতানা বলেন, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এই সেক্টরকে আধুনিকায়ন করা হচ্ছে। এক্ষেত্রে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসল কেটে দ্রুত ঘরে তুলতে চলতি মৌসুমে বরাদ্দ পাওয়া ৫০শতাংশ ভর্তুকীতে ৩১লাখ ৫০হাজার টাকা মূল্যের চারটি কম্বাইন হারভেস্টার মেশিন এই উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই উপজেলায় চলতি মৌসুমে বোরো চাষ হয়েছে ২০হাজার ৭০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ২৬হাজার ৩২০ মেট্রিকটন ধান। শেষপর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঠিকমতো বোরো ফসল কাটা-মাড়াই করে ঘরে তুলতে পারলে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাত ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

দৈনিক বগুড়া