শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে দরিদ্র জেলেরা পেলেন সেলাই মেশিন ও মাছ চাষের উপকরণ

সারিয়াকান্দিতে দরিদ্র জেলেরা পেলেন সেলাই মেশিন ও মাছ চাষের উপকরণ

রাজশাহী বিভাগে মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মে) সকাল ১১টার দিকে উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি। এছাড়াও সেসময় উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ ও দলীয় সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, শুস্ক মৌসুমে বিকল্প আয়ের সহায়ক হিসেবে উপজেলার ৪০ জন দরিদ্র জেলের মাঝে একটি করে সেলাই মেশিন এবং ইউনিয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের মাছ চাষি নয়জনের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া