শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনাতলায় উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত

সোনাতলায় উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০১৯/২০ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভুমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

পোনামাছ অবমুক্ত করেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মিনহাদুুজ্জামান লীটন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, উপজেলা মৎস্য আফিসার এমদাদুল হক,

খামার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, মৎস্য সম্পসারণ কর্মকর্তা রোকসানা খাতুন, এনএটিপির ইমরান সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগের সভাপতি মানিক সরকার, আজম খান, রানা, লিখন,

জোরগাছা ইউপি সদস্য শহিদুল ইসলাম মুকুল, পৌর যুবলীগের আহবায়ক মো: নাহিদ হাসান জিতু, শিচারপাড়া গুচ্ছগ্রামের সভাপতি মোফাজ্জল মন্ডলসহ আরও অনেকে। প্রধান অতিথি শিচারপাড়া গুচ্ছগ্রামে পোনা মাছ আবমুক্ত করেন।

উপজেলার সাতবিল, কলস দহ বিল,মহিচরণ বিল,শিচারপাড়া গুচ্ছগ্রাম বিল,পাড়াবাইশা বিল,চালুন দহ বিল, এই ৬টি বিলে মোট ৩ লক্ষ টাকার পোনামাছ অবমুক্ত করা হয়।

দৈনিক বগুড়া