শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্রুত ৩ হাজার রানের রেকর্ডে ম্যাক্সওয়েল

দ্রুত ৩ হাজার রানের রেকর্ডে ম্যাক্সওয়েল

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। গতরাতে ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

এই ইনিংস দিয়েই ওয়ানডে ক্যারিয়ারে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ম্যাক্সওয়েল। বলের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত ৩ হাজার রান তোলার বিশ্ব রেকর্ডটি দখলে নিয়েছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে তিন হাজার রান করতে দুই হাজার ৪৪০টি বল খেলেন ম্যাক্সওয়েল। ফলে ভেঙ্গে যায় ইংল্যান্ডের জশ বাটলারের রেকর্ডটি। দুই হাজার ৫৩২ বল খেলে তিন হাজার রান করেছিলেন বাটলার। অথার্ৎ বাটলারের চেয়ে ৯২ বল কম খেলেছেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৫৭ জন ব্যাটসম্যান তিন হাজার রান করেছেন। এদের মাত্র ছয়জন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে ৩ হাজার রান করেন। ম্যাক্সওয়েল ও বাটলারের পরপর এ তালিকায় আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জেসন রয় ও ভারতের কপিল দেব।

দৈনিক বগুড়া