শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নতুন আক্রান্ত ১৮, সুস্থ ২০ জন

বগুড়ায় নতুন আক্রান্ত ১৮, সুস্থ ২০ জন

বগুড়ায় নতুন করে আরও ১৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২১৫ নমুনার ফলাফলে ১৮জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ  মিলেছে। আক্রান্তের হার ৮দশমিক ৩৭শতাংশ।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৩০৬জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ২০জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩৬১জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে কেও মারা না যাওয়ায় মৃত্যু মোট ১৭৫জনেই অপরিবর্তিত রয়েছে। 

শুক্রবার সকাল দুপুর একটার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডা. ফারজানুল ইসলাম এই তথ্য জানান।তিনি জানান, ১৭সেপ্টেম্বর, বৃহস্পতিবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। 

সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২০০টি নমুনার মধ্যে ১৬টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৫টি নমুনার মধ্যে ২জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, নতুন আক্রান্ত ১৮জনের মধ্যে সদরে ১২জন, শাজাহানপুর ৪জন, শেরপুর ও সোনাতলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

দৈনিক বগুড়া