শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে অবৈধভাবে মাটি খনন, ৫০ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে অবৈধভাবে মাটি খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুরে এক্সেভেটর (ভেক্যু) দিয়ে অবৈধভাবে মাটি খননের অপরাধে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এ দণ্ড দেন।

এসময় ভেক্যুর চালক পলাতক থাকায় ওই ভেক্যুর ২টি ব্যাটারী ও ০৫টি ইঞ্জেকটর জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন জানান, কয়েকদিন ধরে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এক্সেভেটর (ভেক্যু) দিয়ে অবৈধভাবে মাসুদ রানা নামের এক ব্যক্তি পুকুর খনন করছিল। বুধবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই পুকুরের মালিক মাসুদ রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেক্যুর চালক পলাতক থাকায় ওই ভেক্যুর ২টি ব্যাটারী ও ০৫টি ইঞ্জেকটর (যন্ত্রাংশ) জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ: